Thursday, April 3, 2014

নিজের ক্ষমতা অনুযায়ী চেস্টা করে যাওয়ায় ভাল ( We should try according to our capability)


আমি যখন আমার চারপাশের মানুষদের দেখি, সবাই কত কি করছে! কত কিছু করে ফেলেছে. আর আমি কোথায়. এই ব্যাপারটা দেখলাম, আমাকে খুবই বিষন্ন আর অকেজো করে দিচ্ছে. তাই নিজেকে বোঝালাম, এত অন্যের দিকে তাকিয়ে লাভ নেই. বরং আমি যেভাবে আছি সেটার কিভাবে উন্নতি করা যায়, আমার মতো করে, সেটা নিয়ে ব্যস্ত থাকা ভাল. আল্লাহ যার যা প্রাপ্য তাই দিয়েছেন.

We I see around me, I see people are doing many more things, they have achieved many things. I saw this feeling is making me sad and depressed. Then I thought why I am looking at others, whatever they achieve that's their work and luck. I should look at me first. I should try whatever I can do and try to improve my situation. I just keep faith on Allah. I will try my best, then whatever Allah gives me, I will stay satisfy with that.

No comments: