Monday, October 24, 2016

নেশা (Addiction)


[English version has given below]

নেশা বলতে, আমরা খারাপ নেশাকেই বুঝে থাকি। তবে নেশা ভালো কাজের ও হয়। কারো থাকে পরোপকারী নেশা, স্লীম হবার নেশা, কাজের নেশা, বই পড়ার নেশা, গবেষনার নেশা, লেখার নেশা, রুপ চর্চার নেশা (এটা অবশ্যই ভালো, না হলে সুন্দর মানুষ পেতেন এতো?) আরও কত কিছু। আর ব্লগিং? এটাও নেশা। তবে এই নেশা বোধহয় ভালো খারাপ ২ অর্থেই হতে পারে।

তবে ব্লগিংকে  আমি, নেশা না বলে হবি বা অভ্যাস বলতে পারতাম। নেশা বলার অর্থ হলো এটা স্বাভাবিকের সীমাকে অতিক্রম করেছে। অতি মাত্রা যে কোন কিছুর জন্য খারাপ হতে পারে। যেমন অতিরিক্ত কাজের নেশা থাকলে স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর একবার বিছানায় পরে গেলে আর কাজ চালানো সম্ভব নাও হতে পারে।

আমাকে একজন বলেছিল আমার চায়ের নেশা আছে। আমি বললাম আমি দিনে ২ বারের বেশি চা খাইনা, এটা নেশা কেন হবে? যে দিনে ২০/২৪ বার খায়, তার ক্ষেত্রে বলতে পারো। ও বলল, চা না খেলে তোমার খারাপ লাগে? আমি বললাম, হমম, মাথা ব্যথা করে। ও বলল, তাহলে? যত যাই বলুক, দিনে ২ মগ চা খেয়ে আমি মোটেও নিজেকে চা খোর ভাবতে পারছি না। নেশা যদি হয়েও থাকে তো এটা ভালো নেশা..


When we talk about addiction, we take it in negative sense. But we must know, addiction could be for good work too. Like some people have addiction to help other, some want to be slim, work addiction, reading books, addiction for scientific research, writing addiction, addiction for makeup (I will take it in a good sense, other wise how you will see beautiful people?) etc. What about blogging? Well, I think, for some people, this is a big addiction too. And this addiction can use in both good or bad.

I could say hobby about blogging. Because addiction means when anything goes too much, like, which is not in normal level. Anything could be bad, when it becomes too much. Like working too much can cause big health issue. They can’t get out from their bed and not capable to do any work.

One told me, I have addiction in tea. I said, I only take two cups of tea in a day. How it became addiction? People who takes tea 30/40 times a day, that can be an addiction. She asked me, if you don’t take tea, do you feel sick? I replied, yes, it gives me headache. So, it’s an addiction.

Well I don’t care what she said. Only two cups of tea can’t be called addiction. If it is an addiction, then it’s a good addiction.

[February 26, 2008]

No comments: