Thursday, November 19, 2015

রাগ, বিয়ের পর (Anger, after marry)


[English version has given below]

আমি কমলাপুর উচ্চ বিদ্যালয়ে পড়েছি ক্লাস ২ থেকে ৪ পর্যন্ত। 
প্রথম যখন ভর্তি হলাম, একজন স্যারের কথা সবার মুখে মুখে শুনতাম। আলমগীর স্যার। সবাই ওনাকে খুবই পছন্দ করত আর জমের মতোন ভয় পেত। ক্লাসের ছেলেরা ছিল মহা দুষ্ট। এদের হইচই থামানো যে কোন স্যারের পক্ষে কঠিন ছিল। কিন্তু যদি শুনত আলমগীর স্যার পাশের ক্লাসে আছেন, তাহলে সবাই চুপ। আর কারো কোন কথা নেই।

একদিন শুনলাম স্যারের বিয়ে। অন্য স্যারদের মধ্যে চাপা উত্তজনা। বিয়ের পর ছুটি কাটিয়ে স্যার স্কুলে এলেন। খুবই হাসি খুশি মুখ। এরপর দেখলাম, এখন আর আগের মতোন উনি রাগেন না। ছাত্রদের মারধরও খুব একটা করেন না। ধীরে ধীরে খুব শান্ত হয়ে গেলেন। আর ছাত্রদের ওনার প্রতি ভয় কমে গেল।

কবে যেন শুনলাম, কার যেন মেজাজ কমানোর জন্য ওনার সহকর্মীরা মেয়ে দেখছেন। বিয়ে দিয়ে দিবেন বলে। আমার হঠাৎ এই স্যারের কথা মনে পড়ল... আসলেই এই মহা ঔষধ কারো কারো ক্ষেত্রে কাজ করে... 


I have studied in Kamalapur High School from class 2 to 4. When I first enrolled there, I heard about a teacher, Mr. Alamgir. He was a very angry man. Students liked him and also scared of him very much. As usual boys were very naughty who made noises in the class. All teachers felt trouble to manage them. But if they heard that Alamgir sir are taking class just beside their class, the class become pin drop silent.

One day we get to know that Mr. Alamgir is getting married. All teachers were very excited. Then he returned from his marriage vacation. We saw he became very happy and came with a smiley face. Later we also found that he doesn't get angry like before and don't like to hit any boys. Day by day he became nicer person. Boys stop fearing also.

Recently I heard some colleagues are thinking to give marry another colleague to reduce his anger... so my memory brought this to my mind. Well I have seen this marriage therapy really works on some guys :)

[January 17, 2008]

No comments: