আজ আমি আব্বাকে নিয়ে কিছু লিখবো না, কারন আমি আর কাদতে চাইনা (লেখা শুরু করলে কান্না থামিয়ে রাখা মুশকিল হবে)।
বহুসময় আগে, আমি নিজেকে নিজে বলেছিলাম, এই জীবনে যথেস্ট কেদেছি, আর না। আমি আমার কথা রেখেছি, তবু মাঝে মাঝে প্রচন্ড কষ্টে যখন চোখ দিয়ে টপ টপ পানি পড়তে থাকে, আমি আমার জামা দিয়ে মুছে ফেলি।
Today I won’t say anything about my father, because I don’t
want to cry. Long time back I told this to myself. I have cried enough, so I
won’t cry anymore. I kept my promise, though sometimes my eyes can’t tolerate the
pain, it brings out waters and I keep wipe up with my dress.
No comments:
Post a Comment