[English version has given below]
দার্জিলিংয়ে গিয়ে প্রথম যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটা হলো রক গার্ডেন (যদি ভুলে না গিয়ে থাকি)। একটা সুন্দর ঝরনাকে নিয়ে বড় একটা পার্ক করা হয়েছে। যা সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। মাঝে মাঝে রয়েছে কাঠের সুন্দর বেন্চ, বসার জন্য। পাথরের উপরও বসা যায়। ঝরনার উপর দিয়ে বেশ কিছু ফুট ব্রীজ রয়েছে। নিচে ছোট বড় নানা পাথরের মধ্য দিয়ে চলেছে ঝরনার পানি।
At Darjeeling, the first place we went to visit is called “Rock Garden”, if I didn’t forget the name. This garden is made by focusing on a beautiful spring. The garden is covered with beautiful flower . You will find some wooden sitting arrangement in between them. Well you can sit on the rocks too. The spring water running through the garden. You will find some foot over bridges over the spring water. If you stand over the bridge you will see the water is running over different sized stones.
আমি গরমের দেশের মানুষ। আমাদের দেশের ঝরনার পানির ঠান্ডা খুবই আরামের। শীতকালে কি হয় ধারনা নেই। এখানকার পানি বেশ ঠান্ডা। হঠাৎ পায়ে লাগলে চমকে উঠতে হয়। হাতে বেশ কিছু বোঝা ছিল, খাবারের আর গরম কাপড়ের। তার উপর রয়েছে স্যান্ডেল। এতো কিছু হাতে নিয়ে পানিতে নামতে বেশ অসুবিধা হয়। তাও নামলাম। পিচ্ছিল পাথরের উপর পা রেখে, হাতে বোঝা নিয়ে ব্যালেন্স করতে করতে পানিতে নামলাম। পানির স্রোত মনে হচ্ছিল ফেলে দিবে। "সামহোয়্যার আউট" খুব সহজে লাফিয়ে লাফিয়ে এক পাথর থেকে আরেক পাথরে চলে গেল। আমি পাথরের উপর এক পা দেই তো টলতে থাকি। বহু কষ্টে এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে গেলাম। তারপর ওকে বললাম , আর না। তারচেয়ে পাথরের উপর বসে পানিতে পা ভিজিয়ে রাখা ভাল । তাই করেছিলাম। তারপর সামহোয়্যার আউট এর হাত ধরে কোন মতে আবার তীরে ফিরলাম।
I am from tropical country. In Bangladesh, spring water is cold but comfortable. I don’t know what happens in winter. In Darjeeling, spring water is very cold. While visiting that place I had too many things on my hand, like food, warm cloths and off course my sleeper. It was really difficult for me to stand and keep balance on the rock in the spring water. I felt the current of the water may make me fall into the running water. I saw “Somewhereout” was jumping one rock to another very easily. I felt really trouble to go another rock from one. So, I said, that’s it. I better sit on the rock by keeping my feet into the water. It was really fun. Then came back with the help of “somewhereout”.
আপনারা কেউ যদি যান, তো অনুরোধ রইল সময় নিয়ে যাবেন। গেলাম, দেখলাম আর চলে আসলাম, এই যদি করেন তো (প্যাকেজে গেলে তাই করতে হবে) ঠিক মতোন জায়গাটার সৌন্দর্য উপলব্ধি করা হবে না।
If you want to visit that place, my request is go there by having enough time. Just go, visit and come back isn’t enough to feel the magic of the beauty (Well if you visit by package tour they will make your tour like that quick).
[৩০ শে জানুয়ারি, ২০০৮]
[January 30, 2008]
No comments:
Post a Comment