Wednesday, March 5, 2014

গানটা আগে ঠিক বুঝতে পারিনি (Couldn't realize the song)


"যে ছিল দৃষ্টির সীমানায়
সে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে সপ্ন আকিনি"

আমি ছোট থাকতে বিটিভিতে প্রায়ই এই গানটা বাজাতো। তখন কিছুতেই এই গানের অর্থ বুঝতে পারিনি। যে ছিল সে চলে গেছে, তার সাথে আর যোগাযোগ নেই। মনে হতো সে হয়তো কোন কিছু না জানিয়ে চলে গেছে, আর তার মিস করে এই গান। 

এখন মনে হয় গানটার অর্থ হয়তো আরো কিছু, খানিকটা বুঝলেও, আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনি...। ইদানিং মাথায় ঘুরছে এই গান।


she haralo kothae kon door ojanae
shei chenamukh kotodeen dekhini  

When I was a kid, I heard this song on Channel BTV many times. I didn't understand the lyrics. Why this song? As far as I could get is someone has gone without informing, and other person is missing them.


Now, this song is running in my mind. I felt, maybe I didn't get the song at all. Actually it is saying something more than I felt previously. And may be still I didn't get that totally.


No comments: