Saturday, March 22, 2014

ভুল করে সুন্দর কল্পনা নিয়ে মেতে উঠি (mistakenly I became happy with nice dream)


মনটা সব সময়ই চায় আমি খুব সুখে, আনন্দে থাকি। তাই তো যখনই ফুরসত পায়, তখনই একটা সুন্দর সময় কল্পনা করে। যা হয়তো কখনই হবে না, হওয়া সম্ভবও না। তারপরও মন আমাকে খুশি করার চেষ্টা করে। আমিও খেয়াল না করেই সেই কল্পনা নিয়ে আনন্দে মেতে উঠি। যখনই বুঝতে পারি, আমি বাস্তবে নেই, সাথে সাথেই জোর করে মনটা বোঝাই, এসব ভেবে লাভ নেই। বরং বাস্তবে থাক, সত্য যা হচ্ছে-হবে তার সাথে থাক। এতেই বরং কষ্ট কম হবে। এতেই বরং আর মন ভাংবে না। (যদিও মন বলতে থাকে, কল্পনাটাও তো খুব সুন্দর ছিল)


My mind always wants to make me happy. So, whenever it gets chance, makes sweet, nice, romantic dreams, which will never come true, or can’t be true. But to make me happy, my mind creates it. First I don’t realize it and start enjoying it. Whenever I understood I am in dream, I try to make my mind realize that it doesn’t worth at all. It’s better to live in the real world, with real truth. So, reality will never break my heart. (Though my mind keep saying, the dream was also very enjoyable). 

No comments: