Monday, August 11, 2014

আশা করে (A hope)


বঙ্কিম এর একটি উপন্যাসে পড়েছিলাম, এক যুবক, নৌকার আরোহীদের জন্য বনে গিয়েছিল কাঠ আনতে. দেরী হওয়ায় নৌকার লোকজন তাকে বনে ফেলেই চলে যায়.

পড়ে আমার সত্যি মনে হয়ছিলাম, পরের জন্য এভাবে যাবনা. তবে বঙ্কিম এটাও লিখেছিলেন, পরের জন্য এভাবে যার যাওয়ার স্বভাব সে সব সময়ই এভাবে সাহায্য করতে যাবে.

তখন ভেবেছিলাম. এও কি সম্ভব? এখন মনে হচ্ছে হ্যা, এমনি হয়ে থাকে. যে বার বার ধোকা খায়, সে ধোকা খেতেই থাকে. তারপরও মনে মনে আশা করে, এবারের জন ধোকাবাজ হবে না....

In Bankim's writing, once I read, a young man went to the deep forest to help the people in a boat. But as he was late, people from the boat didn't wait for him. They just left him in the forest.

When I read the novel, first I thought I will never go like this for other people. But then I found the writer wrote those people who have intention to help will go this way again and again, no matter how poor behave others do with them.

I thought, is it possible? Now I understand, yes, this is always happens. People who always betrayed by others thought this time people will not be that bad... they keep hoping...

No comments: