মায়েদের অসুস্থ হতে নেই. হবার উপায়ও নেই. জ্বরে কাতর হয়ে একদিন শুয়ে বিশ্রাম নিয়েছি. সকাল থেকে দুপুর পর্যন্ত শাফিন নানু বাড়িতেই ছিল, বড়আপা ওকে খাইয়ে দিয়েছিল. তারপরও ছেলের জ্বর চলে এসেছে. কালকে সারা গায়ে ব্যাথা নিয়েই ছেলেকে খাওয়ালাম, স্পঞ্জ করলাম... ছেলে এখন অনেকটা ভাল হয়ে গিয়েছে. বুঝলাম, শরীর যতি বিদ্রোহ করুক, আমার মুক্তি নেই. কাজ চালিয়ে যেতে হবে.
A mother can never be sick. Actually she doesn't have choice.
After getting fever I took one day bed rest. Shafeen (my son) stayed at his grandmother's (maternal) house from morning to noon. My elder sister fed him. But still my son got fever 101. So, with the pain, all over the body I stand up and start taking care of him (feed him, sponge his body etc), and he became well. So no matter how you became sick... you have to keep going (after becoming a mother)
No comments:
Post a Comment