Shafeen, here he is 4 days old.
|
আমি সহজে কারো উপর রাগ করিনা। আমাকে সাধারনত: কেউ রাগারাগি করতে দেখেনি। যারতার উপর আমি রাগ করতেই বা যাব কেন। ভাল না লাগলে এ্যাভয়েড করি। কেউ এ্যাভয়েড করলে (বুঝতে পারলে) দুরে সরে যাই। তর্কের সময়ে কেউ রাগের মাত্রা অতিক্রম করলে (গলার স্বর উচুতে উঠলে), আমি চুপ হয়ে যাই। আমার রাগারাগি ভাল লাগে না।
কিন্তু আমার সবচেয়ে কাছের মানুষটি আমাকে রাগের সর্বচ্চো রূপ দেখছে। যার উপর আমি প্রায়ই রেগে যাচ্ছি। আমি চিৎকার করছি, হাতও তুলে ফেলছি (পরে খুবই খারাপ লাগে, মনে মনে নিজেই নিজেকে বলি, আর এরকম করবো না), রাগে মাথা ধরে যায়। রিল্যাক্সন খেয়ে ঘুমাতে হয়। ভাবছেন কে সে? কে আবার, আমার ছেলে!
No comments:
Post a Comment