Sunday, April 28, 2013

বর্তমান কাজটাই আসলে সবচেয়ে মুখ্য বিষয়।


মাঝে মাঝে দায়িত্ব, কর্তব্য, পরিকল্পনা এতো বেশি সামনে এসে যায় যে ঠিক করা মুশকিল হয়ে পড়ে, কিভাবে, কোন কাজটা করবো, সবই যে জরুরী। আমি যা করি তা হলো মনটাকে যতদুর পারি রিল্যাক্স করার চেষ্টা করি। এরপর একটা একটা করে যে কাজটা যখন সবচেয়ে জরুরি মনে হয়, সেটা করতে থাকি, পরবর্তিকে বাকিগুলো কিভাবে করবো সেটা না ভেবে। বর্তমান কাজটাই আসলে সবচেয়ে মুখ্য বিষয়। এটা যদি ঠিক ভাবে করি, তাহলে ভবিষ্যত কাজও সহজ হয়ে আসে। দেখা যায় রিল্যাক্স ভাবে ধীরে ধীরে করলে কাজ আরো বেশি করা ও শেষ হয়। 

No comments: