কিছু কিছু মানুষ আছেন, যারা সব সময়ই মলম হিসাবে বেঁচে থাকেন। যে যেখানেই আঘাত পাক না কেন, সবার আগে তার নামটাই সবার মনে আসে। সবার দু:খের সে সাথী। ঠিক এভাবেই সবার সুখের সময়, মানে যখন ঘা ভাল হয়ে যায়, এই মলমের কথা আর কারো মনে থাকে না। তার জীবনের প্রয়োজনীয়তা শুধুমাত্র মানুষের দু:খের সময়। সুখের সময় সে জীবনের কোন কোনায় পড়ে থাকে তা আর কারো জানার প্রয়োজন হয় না। শরৎচন্দ্রের ভাষায়, "তাকে মৃত্যু বার্ষিকীতে ডাকা চলে, কিন্তু বিয়ের আসরে নয়"।
There are some
people who live a life like an ointment. If anybody gets hurt, first they will
be called for cure. But in happy moment, nobody cares where they are. Like
Sharat Chandra we can say, “We can invite him in a funeral but marriage ceremony”
No comments:
Post a Comment