Saturday, December 21, 2013

জীবনের প্রথম কাপ পেলাম, ছেলের কাছ থেকে (Got the very first cup in my life, from my son)

ছোট বেলায় স্কুলে অনেক পুরস্কার পেয়েছি। নাচে, গানে, আবৃত্তিতে, ক্বেরাতে (আমার ছোট বোনদের হাসতে মানা), উপস্থিতিতে, রেজাল্টে। কিন্তু কখনও স্পোর্টস এ কিছু করতে পারিনি। তাই সব সময়ই পুরস্কার হিসাবে বই নিয়েছি। কখনও ঘটি, বাটি, জগ, গ্লাস পাইনি। কাপ তো বহু দুরের কথা। মনের মধ্যে যে একটা তীব্র আকাংখা লুকানো ছিল এখনও সেটা আজ টের পেলাম।

In my childhood I have achieved many prizes. Like in dancing, singing, recitation poem, recitations Quran, attendance, result etc. But I never got any prize in sports. So, every time I have got books as a prize but jug, pot, glass etc. So, never came closer to any Cup. In my mind I really wanted those prizes badly. I understood now, how desperately I wanted those.

আমার ছেলে, তার জন্মদিনে মামার কাছ থেকে পেন্সিল বক্স গিফট পেয়েছে।
My son got a pencil box from his uncle in his birthday.



সে মহাখুশি। মশারীর ভিতরেও নানা পড়াশুনা (?) করছে নিজে নিজেই। আমাকে বলল, দেখোতো আমি কি একেছি।
 He is very happy. Now he is studying (?) inside mosquito net. He drew something and asks me what he had drawn. 

আমি দেখলাম, বললাম, আপেল। ও বলল, "গুড গার্ড (গার্ল)। 
দাড়াও তোমার জন্য আমি কাপ বের করে দিচ্ছি"। 
তারপর নিজেই খুজে নিজের পুরানো পানি খাবার কাপটা (এটাও অনেক আগে ওর মামার দেয়া) আমাকে দিয়ে দিল।
I said, “It’s an apple”. He became very happy with my knowledge and said, “Good gard (girl), I will give you a cup for this answer”. Then he search and gave me one of his old water cup (his uncle gave this to him too). 


আমি হাতে নিয়ে সব দাঁত বের করে হাসলাম, খুশিতে খানিকটা ইয়া ইয়া করলাম। ছেলে মা দুজনেই মহা খুশি। কাপ পেতে এতো ভাল লাগে? একে আমি এতো মিস করছিলাম। আসলেই ভালবাসার পুরস্কারের তুলনা হয় না। পুরস্কারটা যাই হোক না কেন।
I really became very happy. My first Cup! Really, when a gift comes from love, it’s really priceless.

No comments: