কবিরা কবিতা লিখেন না অনেকদিন (হয়তো নানা সমস্যায় পরে বা কাজের চাপে), তাই উত্সাহ দিতে নিজেই বিরল প্রতিভা নিয়ে লিখলাম, "তোমার মত চুপটি করে, আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই তুমিও নাই, কেমন মজা হবে" (বুঝতেই পারছেন কোত্থেকে চুরি করেছি :) )
No comments:
Post a Comment