বাংলাদেশের জাতীয় পোশাক বলে কিছু নেই. থাকলে হয়তো শাড়ি (মেয়েদের জন্য) আর লুঙ্গি (ছেলেদের জন্য) হত. কিন্তু এই পোশাক দুটি সামলানো যে কি কঠিন সেটা যারা নিয়মিত ব্যবহার করেন তারা বুঝবেন না.
শাফিনের (আমার ৫ বছর বয়সী ছেলে) স্কুলে "যেমন খুশি তেমন সাজ" প্রতিযোগিতা হচ্ছিল. কেউ গায়ের বধু (শাড়ি পরে), কেউ রাখল বালক বা মুক্তিযোদ্ধা (লুঙ্গি পরে) সেজেছে.
দেখা গেল লুঙ্গি পরে ছেলেগুলো একটু পর পর মায়ের কাছে আসছে বা খালার কাছে যাচ্ছে লুঙ্গি ধরে. "খুলে গেছে, আবার পরিয়ে দাও.". সবাই হাসছে, ২ মিনিট পর পর একই বিড়ম্বনা.
ক্লাসে যে মেয়েটি চঞ্চলতায় ছেলেদের হার মানায়, সে আজ একেবারে চুপ. কারন শাড়ি পরেছে. সিড়ি দিয়ে উপরে যেতে পারছেনা. শাড়ি পরেছে বলে. খালা বাধ্য হয়ে কোলে তুলে ক্লাসে নিয়ে গিয়েছে.
অবস্হা দেখে মনে হচ্ছিল ওদের শাড়ি, লুঙ্গি পরানো হয়েছে শাস্তি দেবার জন্য.
No comments:
Post a Comment