Monday, April 4, 2016

দৌড় (Run)


[English version has given below]

ছোট বেলায় সবাই আমাকে ডানপিটে বলত (আমার তা মনে হ্য়না)। ডানপিটে বলার কারন, আমার দৌড়াদৌড়ি আর চঞ্চলতায় সবাই ছিল বিরক্ত (আত্নীয় স্বজনের কথা বলছি)। স্কুলে গাছে উঠতাম (কিছুদুর উঠতে পারতাম, বেশি না) বলে অন্যান্য ছাত্রীরা বলত "কলমি" (একটা নাটকের চরিত্র, আমার পছন্দের কোনো চরিত্র ছিল না)। 


বাস্তব সত্য হলো আমি দৌড়ে মোটেও ভাল ছিলাম না। কখনও কারো সাথে দৌড়ে পারিনি। ভুলেও স্পোর্টসে দৌড়ের কম্পিটিশনে যাইনি। এ্যানুয়াল ফাংশনে যখন স্পোর্টসের পুরস্কার ঘটি-বাটি জগ দেয়া হতো, তখন সেগুলোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর উপায় থাকত না। পুরস্কার আমিও পেতাম, তবে সেটা হতো বই। আমি জানি বইয়ের উপর উপহার হয় না। কিন্তু ঘটিবাটির উপরও আমার লোভ কম না। দৌড় দুরে থাক।, এখন তো জোড়ে হাটতেও পারিনা। ভাবছি রানিং মেশিন কিনব...। ভুড়ি কমাতে হবে।





In my childhood, my relatives use to call me reckless (I do not agree). They use to say like that because they were very much disturbed with my running and Restlessness. In school life, I use to try to climb up trees (Didn't succeed much) and other students called me "Kolmi" a character's name from a daily soap (I didn't like that character either).

Actually, truth is, I was never good at running. I could never win by running with anybody. That's why I never try to take part at any the competition in the school, at sports day. In our school annual prize ceremony, I had nothing to do but keep looking at the sports prizes. They were mainly kitchen accessories. I also had prizes in other category and those were books. I know, the books are the best prize at any time. But I like those accessories also. Now I even can't walk fast (Can't think about running). I think I should buy a running machine so that I can have control on the fat of my stomach.


[February 01, 2008]

No comments: