প্রথমবার
বানিজ্য মেলায় গিয়ে পার্স
হারিয়ে ফেললাম। নিজের
উপর প্রচন্ড রাগ হলো।
সামান্য একটা পার্স সামলাতে
পারিনা। তাই
অনেকটা জিদ করে আজ
আবার গেলাম। যতদূর
সম্ভব সাবধানে ছিলাম, ছেলে, মোবাইল
আর পার্স সামলানো নিয়ে। আর
মালপত্র (কেনাকাটার ফল) তো আছেই। মনে
শান্তি হলো। নাহ
সব ঠিক মতো সামলিয়েছি। :)।
তারপরও আবার যদি কেউ
বলে, চলো বানিজ্য মেলায়। হয়তো
সাথে সাথে রাজি হয়ে
যাবো ;)
When I first went to the Dhaka International trade fair, I
had lost my purse. It made me angry, why that happened with me? Why I couldn't
take good care of everything? So, that anger made me go to the fair once again.
This time took very good care (as much as possible) of my son, money, cell
phone and other things (which I bought from the fair). Now I am happy. J Still if someone asked
me to go to the trade fair, I might have said YES immediately ;)
No comments:
Post a Comment