আত্মসুদ্ধি, নিজেকে পরিবর্তন, যাই বলুন না কেন, নিজের ঠিক করার এই কাজ আমি সব সময়ই করি। যখনই মনে হয়, আমি কোন ভুল করছি, তখনই চিন্তা করে বের করি, কি করলে এই ভুল করা বন্ধ হবে। আমার মধ্যে কি পরিবর্তন আনতে হবে। এরপর চেস্টা করতে থাকি, যেন সেই ভুল যেন আর না করি। অধিকাংশ ক্ষেত্রে সফলও হচ্ছি। নিজের উপর আমি খুব কঠোর হতে পারি। একবার যা খাব না ঠিক করি খাই না। যা করবো না ঠিক করি, তা আর করি না। যতই মন চাইতে থাকুক, মনকে এতটুকু প্রশ্রয় দেই না। কারন আমি জানি, আমি এতটুকু ছাড় দিলেই মন আমাকে টেনে অনেক দুর নিয়ে যাবে, সেখান থেকে হয়তো আমি আর ফেরার পথ পাব না।
I always try to
learn from my life, and take lessons from it. Then try to change myself. In
most cases I succeed. Whenever I do anything for what I had to regret, I try to
take it as a lesson and try to remember and not to do that anymore. I can be
very strict on my mind. If once I decided that I won’t eat any food, I don’t
touch it. When I decide I won’t do anything anymore, I don’t do that. No matter
how hard it is for my mind. Because I know, if I let myself go, it will take me
far away that I won’t find the path to return.
No comments:
Post a Comment