Thursday, September 11, 2014

নাচ (Dance)


শুনেছি, ছোট বেলায় নাকি খুব লাফালাফি করতাম, এই দেখে আমার বড় মামা আম্মাকে বলেছিলেন, "একে নাচ শিখাইয়িস". আম্মা প্রথমে বাংলাদেশ শিশু একাডেমিতে এরপর বাফা (বুলবুল ললিত কলা একাডেমি) তে নাচের ক্লাসে ভর্তি করিয়ে দিলেন. নৃত্য শিল্পী বানানোর উদ্দেশ্যে নয়, ছোট বেলার সখ পুরন করার জন্য. নাচে ভালো করার ফলে আম্মা বাড়িতে ওস্তাদ রেখে দিয়েছিলেন, আরো ভাল করার জন্য. আধুনিক নাচ ছাড়াও মনিপুরি আর কথক শিখছিলাম.

এই একটা বিষয়ে আমি কোন রকম চেষ্টা ছাড়াই ভাল করেছিলাম. তবে কোন কিছুইতেই অধ্যাবসায় ছাড়া চূড়ান্ত ফল লাভ করা যায়না. যা বোঝার বয়স আমার তখনও হয়নি. ক্লাস ৪/৫ (ঠিক মনে নেই) থাকতে আম্মা নাচ শেখানো বন্ধ করে দিলেন. আমি ৪ বছর নাচ শিখেছিলাম. এসময় নানা কম্পিটিশনে জিতে কয়েকটা মেডেল আর ট্রফি বাসায় আনতে পেরেছিলাম. একবার বিটিভির একটা অনুষ্ঠানে নিচেও ছিলাম, অডিশন দিয়ে টিকে.

নাচ শেখা বন্ধ করলেও নানা অনুষ্ঠানে এরপরও নাচতে হয়েছিল. শেষ স্টেজ পারফরমান্স করেছিলাম স্কুলে, ক্লাস ৮ এ. বড়দের ফেয়ারঅয়েল দেয়ার সময়.

অফিসিয়ালি নাচ বন্ধ করলেও আমার এজন্য মন খারাপ ছিলোনা. কারন একটু খুশি হলেই আমি নিজে নিজে নিজের ঘরে নাচতাম. পরবর্তিতে আত্নীয় আর বান্ধবীদেরও নাচ দেখিয়েছি :) নতুন জামা বা গয়না পরলেও আয়নার সামনে দাড়িয়ে একটু নেচে নিতাম.

কিন্তু জীবন তো আর এতো আনন্দের নয়. নানা কারনে ধীরে ধীরে নাচা একেবারে বন্ধ হয়ে গেল. আমার ছেলে আমার নাচ দেখেনি. ও জানেনা ওর মা নাচতে জানে বা কেমন নাচে. স্কুলের নাচের পরীক্ষায় ও যখন এ++ পায়, ওর মা কত খুশি হয় সেটাও বোঝেনা.

আজ কেন জানি একজনের সাথে নাচতে ইচ্ছে হলো, সেকি নাচতে জানে? মনে তো হয় না :)

I have heard, in my childhood, I use to jump and run a lot. That's why once my elder uncle (maternal) said to my mom, "You should teach this girl dance". My mom admitted me in Bangladesh Shishu Academy and BAFA (Bulbul Lolitkola Academy) in dance class. As I was doing good, she kept a master at home too. Apart modern dance, I use to dance Kathak and Monipury. My mother's intention was to teach me dance as a hobby not to take it as a profession.

I can proudly say, only in this subject I was very good without any effort. But nothing can be successful without good effort and I was too young to understand that. When I was in class 4/5 (I don't remember), my mom stopped teaching me dance. I got training on dance for 4 years. In this time I had attended some competition and got some medals and crests. After selecting by an audition I had performed on a BTV program once.

Though I had stopped learning dance, I didn't get upset about it. Because for small reasons I use to dance in my room in front of mirror. I have shown my dance to my relatives and friends too. Whenever I got any new dress or ornaments I use to wear it and dance in front of my mirror.

But you know, life is not a bed of roses, gradually I stopped dancing totally. My son never saw me dancing. He doesn't know that his mom can dance, or how I dance. He doesn't know how his mom became so happy when at school he got A++ in the dance subject.

Don't know why, now a day I wish to dance with someone. Does they know dancing too? Don't think so... 

No comments: