মাঝে মাঝে খুব মিস করি. খুব বেশি মিস করি . আমার পর্বত প্রমান ধৈর্য্যও যেন শেষ হয়ে আসে. আবার ভাবি, কি করছি আমি. আবার এক পাহাড় ধৈর্য্য নিয়ে অপেক্ষায় থাকি। কি আছে জীবনে অপেক্ষা ছাড়া।
নিজের বাড়ি, গাড়ি, নিয়মিত আয়ের পথ, ভাল পরিবেশ, ভালবাসা কত কি আমরা চাই. তারপর অপেক্ষা করি, হবে সবই হবে একসময়। এই আশায়। এর যেন শেষ নেই. এতবড় পথ পাড়ি দেবার পর কতটুকু প্রাপ্তি হবে? আর সেটা কতক্ষনই বা থাকবে।
নাহ এত ভাবলে জীবন চলে না. দেখা যাক জীবন আর কি কি দেখায়।
No comments:
Post a Comment