Saturday, January 31, 2015

যেখানে কেউ পছন্দ করেনা (Where nobody likes you)


[English has given below]

আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন? এমন জায়গায় গিয়েছেন? যেখানে কেউ আপনাকে পছন্দ করেনা! কি করেন তখন? ধরুন আপনি আগে থেকেই জানেন যে ঐ যায়গায় একজনও আপনাকে পছন্দ করেনা। কি করবেন তখন? যাবেন? না কি আগেই বাতিল। একটা সময় ছিল, যখন আমি যদি টের পেতাম, যে আমাকে পছন্দ করেনা। তাহলে আমি তাদের 100 গজের ভিতর যেতাম না।
এখন আমি মনে করি, যা হবার হবে, যা ভাবার ভাব্যে আমি আমার মতন এগিয়ে যাব। অন্যের জন্য কেন নিজের জায়গা ছেড়ে দিব। আর সরে গেলেই সব সময় বিপদ এড়ানো যায় না, এর চেয়ে লড়ে হেরে যাওয়া ভালো।
জানিনাহ কোনটা ঠিক। সব সময় লড়তে ভালো লাগেনা। একটু একটু ক্লান্তি লাগে।
[বি. দ্্র. ছবিটা হাসিন ভাই দিয়েছেন]

Did you ever feel or go to a place where nobody likes you. What did you do then? Say, you know that before that nobody likes you in a place. Will you go there? Or just cancel your program. Once I use to avoid those places. But now a day I think, I won't be able to avoid problem by just avoiding it. It’s better fight for it. At least I can felt that I tried.

I don't know, which decision is right, because I don't like fighting. I really feel tired about it.

[Hasin bro had given this picture to me] 

No comments: