Saturday, June 20, 2020

My favourite Nazrul Songs



In my childhood when I first started liking Nazrul's Song (Kazi Nazrul Islam, the national poet of Bangladesh) I liked three songs very much. Still, I like those. One is,

https://youtu.be/UV1_qqi1-Rk

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে (Water goddess is playing in the water)
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে। জল ছল উর্মি নূপুর, স্রোত নীড়ে বাজে সুমধুর জল চঞ্চল ছল কাকন কেউর, ঝিনুকের মেখলা কটিতে দোলে। আনমনে খেলে চলে বালিকা, খুলে পড়ে মুকুতা মালিকা, হরষিত পারাবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগন তলে।

The second one is:
https://youtu.be/Kvrduq6SweE

আমি যার নূপুরের ছন্দ
বেণুকার সুর
কে সেই সুন্দর, কে?
আমি যার বিলাস যমুনা
বিরহ বিধুর
কে সেই সুন্দর, কে?
যাহার গলে আমি বনমালা
আমি যার কথার কুসুমডালা
না দেখা সুদূর
কে সেই সুন্দর, কে?
যার শিখীপাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায়

Third one:

https://youtu.be/r7fwi5114cU

রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম
ঝুম
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম
ঝুম
খেজুর পাতার নুপুর
বাজায়ে কে যায়, যায়
খেজুর পাতার নুপুর
বাজায়ে কে যায়, যায়

ওড়না তাহার ঘূর্ণী
হাওয়ায় দোলে
ওড়না তাহার ঘূর্ণী
হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের
বালুকায়
কুসুম ছড়ায় পথের
বালুকায়

তার ভুরুর ধনুক বেঁকে
ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায়
পথে পাথর কুচির হার
তার ভুরুর ধনুক বেঁকে
ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায়
পথে পাথর কুচির হার

তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি
ঈদের চাঁদও চায়

আরবী ঘোড়ার সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন
মরীচিকায় খুঁজি
আরবী ঘোড়ার সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন
মরীচিকায় খুঁজি

কত তরুণ মুছাফির পথ
হারালো হায়
কত তরুণ মুছাফির পথ
হারালো হায়
কত বনের হরিণ মোরে 
তারি রূপ তৃষায়

No comments: