Wednesday, November 6, 2013

জ্বরের মৌসুম

photo credit: Shafeen

তিন সপ্তাহ জ্বরে ভুগে, ওজন ১০ কেজি কমিয়ে ভাবলাম, যাক এবার ফুল স্পীডে কাজকর্ম করা যাবে। কিন্তু হলো না, আবার জ্বরে পরলাম। মনে হয়, ঢাকা শহরে জুরে চলছে, জ্বরের মৌসুম। বাসার সবাই একে একে, কখনও বা সপরিবারে জ্বরে ভুগছে। এই রোগ মনে হয় আমার জন্য স্বর্দি, কাশির মতো হয়ে যাচ্ছে। জ্বর হয়েছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো। মাথা ব্যাথা বেশি হলে ওষুধ খাও, ঘুমাও। সুপ খাও। যতদূর সম্ভব বিশ্রাম নেও। কাজ বাধ্য হয়ে করতে হলেও স্লো মোশনে ধীরে ধীরে করো, আর মাঝে মাঝে বিশ্রাম নাও। জ্বর সারার অপেক্ষা করো।

No comments: