তামিম, চিন্তা-ভাবনায় মগ্ন |
কোন সমস্যায় পড়লে, চিন্তা ভাবনা করে কোন রকমে একটা সমাধান বের করতাম, অধিকাংশ সময়ই সেটা ঠিক সমাধান হতোনা, মেনে নেয়া বা ইগনোর করা হতো। তারপরও একটা সিদ্ধান্তে চলে আসতাম। এরপর ঐ বিষয় নিয়ে চিন্তা করা একেবারে বন্ধ করে দেই। এক বিষয় নিয়ে বারবার চিন্তা করে মাথা খারাপ করার মানে নেই।
আবার কোন কোন বিষয় বা মানুষ আছে, যা নিয়ে বা যাদের নিয়ে মনে মনে গবেষণা করা দুরে থাকুক ভাবলেই অসুস্থ বোধ করি। সে ক্ষেত্রে সমাধান একটাই। একেবারে ঐ বিষয় বা মানুষদের নিয়ে চিন্তা না করা। শুধু শুধু অসুস্থ হবার মানে হয়না। যতদূর সম্ভব এসব বা এদের থেকে দুরে থাকি। পরিস্থিতি এদের, সামনে এনে দিলে যতদূর সম্ভব কোন রিঅ্যাক্ট করিনা। না দরকার হলে কথা বলি না। দুরে থাকলেও কিছুটা ভাল থাকা যায়।
No comments:
Post a Comment