শাফিন, ওর স্কুলে, বয়স: চার বছর এগারো মাস। |
ছেলে বড় হচ্ছে। জগতের নানা বিষয়ে জ্ঞান লাভ করছে। মাঝে বোঝাতে গেলে ভাষা পাইনা। আর কখনও কখনও ওর অবজারভেশনে অবাক হয়ে যাই। যেমন:
ছেলের সাথে মশা বিষয়ক আলোচনা হচ্ছে। কারন, আমি মশার কয়েল (ফ্রী পেয়েছি) ধরিয়েছি মাত্র।
শাফিন: তুমি মশার কয়েল কেন জ্বালালে?
আমি: তোমাকে মশা কামড়াচ্ছে তাই।
শাফিন: মশা কি চায়?
আমি: তোমার রক্ত খেতে চায়।
শাফিন: কেন?
আমি: রক্ত খেলে ও ডিম পারতে পারবে, আর ডিম থেকে আরও মশা হবে।
শাফিন: মশার ডিম মশার ত্যান্তপুটুস (ন্যাংটো পুটুশ) থেকে বের হয়।
আমি: তোমাকে কে বলল (কিছুটা আতংকিত)?
শাফিন: আমি কার্টুনে দেখেছি, তেলোপোকার কার্টুনে, ওখানে মশা, ওর ত্যান্তপুটুশ থেকে ডিম বের করে।
No comments:
Post a Comment