Shafeen waiting |
কখনও কখনও কথার মাঝখানে বেশি বিরতি দিলে সেই কথার সুর কেটে যায়। তখন আর যেন কথা বাড়ানোর মানে হয় না। আরো কথা থাকলেও আর বলা হয়না। বললেও শুনতে ভাল লাগে না। কি করা উচিত? হয়তো আরেকটু সময় দেয়া উচিত। অথবা হালকা কথা বাড়তা দিয়ে শুরু করা উচিত। এবং সময়ের সাথে সাথে হয়তো আবার তা গভীরে চলে যাবে। অথবা উভয় পক্ষই বুঝবে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। সুর কেটে গেছে, আর ভালো লাগবে না।
No comments:
Post a Comment