আমি কেমন?
পড়াশুনা করার সময়, কখনো মনে মনে ভাবিনি, এরপর কি করব. মাথায় ছিল, যেখানেই কাজ করিনা কেন, খুব মনোযোগ দিয়ে করব এবং ভাল করার চেষ্টা করব.
আমি মোটেও বৈষয়িক নই. তাই চাকুরী করার সময় কখনো ভাবিনি টাকা পয়সা জমানো দরকার. উন্নতির জন্য আর কি কি করা উচিত. যা কামাই করতাম, ঘুরে বেরিয়ে খরচ করে ফেলতাম.
চাকুরী করার সময় যেখানেই কাজ পেয়েছি, জয়েন করেছি. এরপর আর নতুন ভাল জায়গায় যাওয়ার চেষ্টা করিনি. সব সময় ভেবেছি, এখানে থেকেই ভাল ভাবে কাজ করব. কোম্পানির ভালোর জন্য চেষ্টা করব. যাতে সবারই উপকার হয়. বসের চেয়ে সহকর্মীদের পক্ষে বেশি কথা বলেছি. নিজের সুবিধার দিকে না তাকিয়ে সবার কিসে ভাল হয় সেটাতে মনোযোগ দিয়েছি.
কেমন হলে ঠিক হত?
পড়াশুনার সময়ই ঠিক করা উচিত, কথায় কিভাবে এরপর বাকি জীবনটা কাটবে এবং সে অনুসারে প্রস্তুতি নেয়া. বিদেশে যাবার চিন্তা থাকলে সেভাবেই এগুনো উচিত.
আয় করার শুরু করার সাথে সাথে বাড়ি, গাড়ি আর ব্যাঙ্ক বালেন্স এর পরিকল্পনা করা উচিত.
যেখানেই জয়েন করুন না কেন, সব সময় এর চেয়ে ভাল জায়গায় যাওয়ার চেষ্টা করা উচিত.
কখনোও নিজের সুবিধার চেয়ে কোম্পানি বা আর কারো সুবিধা বড় করে দেখা উচিত না.
বসের সাথে সব সময়ই ভাল সম্পর্ক রাখা উচিত.
........
যত যাই বলিনা কেন, স্বভাব কি এতো সহজে পাল্টায়? হয়তো আগের মতোই আছি এবং থাকব.
What kind of person am I?
When I was a student, I never thought about what I would become later. I thought that no matter where I worked, I would give my best to it.
I never plan for a house, car or savings. Whatever I earned, I
expended it all by travelling.
In my career, I never look for a better place when I join anywhere. I
thought I would do well here and live well. I always make decisions by considering what is good for all (company and co-workers). I never give priority to myself. I always take the side of my co-workers rather than my bosses.
What should I be
When you are a student, you have to plan for your future. If you have planned to live abroad, find the path and get prepared.
Plan for a home, car, and bank balance when you start earning income.
No matter where you join, always look for a better place.
Whenever you make any decision, give priority to your benefit
first.
Always keep good relations with your bosses.
....................
Well, no matter what I say, maybe I won't change ever....
No comments:
Post a Comment