যারা অন্যের সারাশব্দে কোন রকম সমস্যায় না পরে ঘুমাতে পারেন, তারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ. কোনভাবে ঘুম ভেঙ্গে গেলেও আবার সুযোগ পেলেই ঘুমিয়ে পরেন.
আর এই মানুষগুলোই অন্যের ঘুমের সময় নানা রকম যন্ত্রনা করেন. কারন তাদের ধারনা নেই এতে আরেকজন কি রকম অসুবিধায় পড়ছেন.
আমার ছেলে পরেছে এই দলে. সে জেগে থাকলে কোনভাবেই আমাকে ঘুমাতে দিবেনা.
ও যখন ঘুমায় তখন অন্য কারনে যদি জেগে থাকতে হয় তো এরপর আমাকে ২৪ ঘন্টার উপর জেগে থাকতে হয়. আর বার বার ঘুম ভাঙলে এরপর এমনিতেও আর ঘুম আসে না. সুতরাং ছোটখাট সুযোগ পেলেও কাজে লাগানো যায় না.
অনেক্ষন না ঘুমিয়ে থাকার ফলে মাথা ঠিক মতো কাজ করছেনা. কাজ খুব ধীরে ধীরে করছি. তারপর এককাজ উল্টা পাল্টা করে আবার ঠিক করতেও সময় লাগে.
তারপর ছেলেকে বোঝাতে পারছিনা, আম্মু ঘুমালে ডাকবে না, শব্দ করবে না. সব সময়ই তার ধারনা সে ইমার্জেন্সি কারনে আম্মুকে ডেকেছে. যেমন: সকাল হয়ে গিয়েছে (সকালে ঘুমাতে হয়না), ক্ষুধা লেগেছে, বাথরুম পেয়েছে, খেলতে হবে, মজার ঘটনা হয়েছে এখুনি বলতে হবে, কেও এসেছে, ফোন এসেছে ইত্যাদি.
There are some people who fall in sleep any where any place. They don't feel disturb by any noise or other activity. They are the real happy people on this earth. If any how they woke up, they can fall in sleep anytime again.
And this kind of people disturbs other while sleeping. Because they don't have any idea, how much trouble they causing in other's sleep.
My son is this kind of person. If he woke up, he won't let me sleep.
My only chance is to sleep when he sleeps. If any how I miss that chance I had to keep awaking more than 24 hours. Because he keep me awaking within short time, soon my brain stop sleeping for long time, no matter how much I try.
Because of this disturbance in sleep my brain isn't working well. Now I am working slowly. Some times I had to do a work twice because of silly mistakes. Its time consuming.
But still I couldn't make him understand, that he shouldn't woke up me. But he felt emergency always when his mom sleeps. Like its morning (in the morning mom can't sleep), feeling hungry, need to go to the bathroom, have to play with mom, something happen and mom has to know it now, someone at the door, phone is ringing etc.
No comments:
Post a Comment