[English version has given below]
গতকাল চা নিয়ে কম্পিউটার টেবিলের সামনে বসেছি. হঠাত মনে হলো আমার মাথা ঘুরাচ্ছে (ভাবলাম দুর্বল বোধ হচ্ছে), এরপর দেখি টেবিল কাপছে (ভাবলাম, আমার মাথা ঘুরাচ্ছে দেখে মনে হচ্ছে), এরপর পানির ফিল্টারের দিকে তাকিয়ে দেখি পানি অনেক জোরে নড়ছে, রীতিমত ঢেউ তুলে. চিতকার করে শাফিনকে ডেকে নিচে পাঠালাম. নিজে চেয়ারে বসে রইলাম. আসলে আমি চাচ্ছিলাম ভুমিকম্পকে অনুভব করতে. ঢেউ তুলে কাপতে কাপতে মাটি নড়ছে. সত্যি বলবো? আমার ভাল লাগছিল, মাথা ঘুরাচ্ছিলো, এভাবে তাহলে ভূমিকম্প হয়?
কিছুক্ষন পরে শাফিন ফিরে এলো. এসেই আমাকে ধরলো. "তুমি নিচে কেন গেলেনা? তুমি কি মরতে চাইছিলে?" পরে শুনলাম নিচে রাস্তায় নাকি ও কান্নাকাটি করেছে, "আমার আম্মু তো ভিতরে রয়ে গিয়েছে, আমার আম্মু কি মরে যাবে?"
ওকে ঠান্ডা করতে বাধ্য হলাম প্রতিজ্ঞা করতে, "আবার যদি ভূমিকম্প হয় তো আমি অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবো"
Yesterday I took a mug of tea and sit in front of my computer table. Suddenly I felt my head is spinning (I thought I was feeling weak), then I felt my table is shaking (I thought because of my weakness I felt so), I looked at my water filter, I saw water is moving like making wave. Now I got it, its earth quake. I shouted and sent my son my outside the building. Then again I sat on my chair. Actually I wanted to feel the Earthquake. It was hitting like wave and shaking. To tell you the truth is I felt good. So, this is how Earthquake happens? Though my head was spinning I felt anytime I may fall down.
After some minutes my son came back and shouted on me, "Why didn't you come with me? You wanted to die?" I heard he was crying outside by saying, "My mom is still inside the building, is she going die?"
To make him cool down I had to promise, "If again I face Earthquake, I will run towards safe place."
No comments:
Post a Comment