Thursday, June 18, 2015

রমজান এসে গিয়েছে (The month of Ramadan has come)

[English version has given below]

রমজান এসে গিয়েছে। এক মাস আমাদের প্রতিদিনের রুটিন একেবারে পাল্টে যাবে। আমার ৬ বছরের ছেলে এবার ঠিক করেছে রোজা রাখবে। দেখা যাক কয় ঘন্টা রাখতে পারে। তবে অর মূল আকর্ষন হলো ইফতার। প্রায়ই বলে চলো আমরা রোজা রাখি, আর মজার মজার ইফতার খাই। জানিনাহ এবার কি মজার ইফতার বানাতে পারবো। আশা করি ও খুব একটা নিরাশ হবে না।

সবাইকে রমজানের শুভেচ্ছা

The month of Ramadan has come to us. Now for one month our daily routine will be changed totally. My 6 years of boy has determined that he will keep fast this year. Let's see how long (How many hours) he can keep that. Actually his main intention is to take Iftar. Many times he said, mom, let's keep fast and eat iftar. I don't know, this year weather I could make delicious iftar for him or not. I will try my best.

Greetings of Ramadan to everyone...

No comments: