[English version has given below]
সত্য ঘটনা: একটি মেয়ে স্কুটার চালাচ্ছিলো। হঠাত এক্সিডেন্ট এ পায়ের হাড় সামান্য ফ্রাকচার হলো। কিন্তু এরপর ডক্টর এর ভুল অপারেশনে পা চিরতরে অবশ হয়ে গেল। মেয়েটি পায়ে আর কিছু অনুভব করে না। এই অবশ পা নিয়ে সে পরে গেল মহা মুশকিলে। কোনো কাজ ঠিকমতো করতে পারছিলনা। এমনকি বসা অবস্থা থেকে উঠতেও পারতো না। একদিন দেখল সেই পায়ে পিপড়া ধরেছে। নিজেকে আর ধরে রাখতে পারলনা, হু হু করে কেঁদে উঠলো। মেয়েটির মা শক্ত হয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। সান্তনা দিলেন। দুজনে মালে ঠিক করলেন, নাহ এই পা আর রাখা যাবেনা, একে কেঁটে ফেলাই ভালো।
এরপর এক পা নিয়ে শুরু হলো মা মেয়ের জীবন যুদ্ধ। কখনো মা মেয়েকে শক্তি দেন, কখনো মেয়েকে মা সাহস দেন। মায়ের প্রচন্ড উত্সাহে মেয়ে নাচা আরম্ভ করলেন এবং সবাইকে তাক লাগিয়ে দিলেন, শুধু এক পা দিয়ে এত সুন্দর নাচা যায়....
True story: A girl was riding a scooter. Suddenly an accident happens and her one leg got slight fracture. She went to a doctor and doctor made a mistake in his operation. So, her leg became paralyze forever. She falls in trouble with her leg. She couldn't do anything properly. No even she could stand up from the ground. One day ants attracted on her leg. This incident really breaks her down. On this moment her mother holds her strongly and gives her strength. They decide together that this leg has to be cut off.
Then the real life started. They hold each other up and keep giving strength. The mother suggested starting dancing, it was her hobby. She started dancing and makes people amazed, how beautiful she can dance with only one leg...
No comments:
Post a Comment