[English version has given below]
কাজ করে যত না হয়রান হই, টেনশন করে দেখি তারচেয়ে বেশি কাহিল হয়ে গিয়েছি। আর কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি কস্ট হয়। কারন আমি একবার কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে আর ডানে বামে তাকাইনা। যা ঠিক করেছি, সেটাই করবো। সিনেমার ভাষায় বলা যায়, "একবার আগার মে কমিটমেন্ট করলি তো ফের মে খুদকো ভি নেহি সুনতা ".
কারন সিদ্ধান্ত নেয়ার পরও যদি আবার চিন্তাভাবনা করতে থাকি তাহলে টেনশন থেকে আর বের হতে পারবোনা। আর নিজেও সব সময় কনফিউজ থাকব। আর আমি সব সময়ই দেখেছি। আমার প্রথম সিদ্ধান্ত সব সময় সঠিক থাকে....
I became more tired by having tension than working hard. And more difficult work is to make any decision. Because when I have taken any decision then I stop taking any suggestion or thought about that matter. I don't want to think about more. Whatever I have decided once is final. Like cinema we can say, "Ek bar agar main commitment karlei, to pher may khudko bhi nehi sunta" (Once I have decided, I even don't let it change by myself).
If I don't stop thinking about it after taking decision then I will never come up from my tense situation. And it will keep me confuse always. And I have seen, my first decision was always right...
No comments:
Post a Comment