[English version has given below]
কারো কথায় বা কাজে বা ইমেইল অপছন্দনীয় কিছু পেয়ে মাথা গরম হতেই পারে। ঐ অবস্থায় যদি উত্তর দেই বা লিখি তো খবরই আছে। একবার একজনের মেইল পেয়ে এমন মেজাজ গরম হলো যে সেটা আর বলার মতোন না, খুব শক্ত ভাবে প্রটেস্ট করলাম। তবে উত্তরা পাঠালাম না শেষ পর্যন্ত। আমি জানতাম আমার মেজাজ তখন চূড়ান্ত খারাপ। যতইভাবি না কেন ঠিক আছি, আসলে ঠিক নেই।
পরের দিন সকাল বেলায় দেখলাম রাগ অনেকটা কমে গেছে। আমি আবার ইমেইল এর রিপ্লাই লিখলাম। এবার দেখলাম গত বারের 1 পৃষ্ঠার মেইলের মাত্র 2 লাইন নিয়েছি। বাকি সব নতুন করে লিখেছি, আরো অনেক নরম ভাষায়....।
Sometime you may lose your temper by any person’s word, work or email. Now if you write a reply on that high temper then you might write many things for which you may had to regret. Let me give you an example…
One day I had got an email and which really make my temper very high. I wrote by protesting it very strongly. But I didn’t send that. Just save it to use later. Because I knew my mind isn’t working perfectly now because of anger, no matter how much I think it’s OK.
I was right. Next day when I again wrote the answer the language became more polite and took only 2 lines from the previous email and wrote it in a new way.
[March 01, 2007]
No comments:
Post a Comment