Tuesday, July 2, 2013

এদেশে ফ্যাশন শব্দটা এলেও পোষাকের পরিবর্তন খুব একটা করতে পারেনি।


আমাদের দেশের মানুষ ফ্যাশন সচেতন, এমন কথা কারো বিশ্বাস করা কঠিন। এদেশের পোশাকে খুব একটি পরিবর্তন আসে না। প্রতি বছর ফ্যাশনে পরিবর্তন মানে কামিজ ছোট বড় হয়, প্যান্ট ঢিলা টাইট হয়। এরচেয়ে খুব বেশি কিছু নয়। ছেলেদের পোশাকে পাশ্চাত্য ফ্যাশন স্থায়ী পরিবর্তন আনলেও, মেয়েরা এখনও ট্রাডিশনাল পোষাক পরতে পছন্দ করে।

শাড়ি আর লুংগি অনেকদিন থেকেই এদেশের মানুষের পোশাক। এর মধ্যে এসেছে, জামা, ঘাগড়া, কামিজ, বোরখা ইত্যাদি। আর ছেলেদের পোশাকে ধুতি, পান্জাবী, ফতুয়া এবং সব শেষে শার্ট, প্যান্ট।

No comments: