শাসন জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ তা প্রত্যেক বাবা-মা ই জানেন। আর হাড়ে হাড়ে সেটা অনুভব করে শিশুরা। সবাই নিজের ছোটবেলাকে পছন্দ করে..।
সেটা যেমনই হোকনা কেন, খুব মজাদার সবার কাছে। আমার কাছে নয়। কেন যেন বড়দের শাসনের অধীনে আছি, এই অবস্থাটাই আমার কাছে ভাল লাগে না। অথচ এখন স্বাধীন হয়েও আছি নিজের শাসনে। নিজেরই ভালোর জন্য। তারপরও মাঝে মাঝে মন শাসন ছেড়ে বেড়িয়ে খোলা আকাশে নি:শ্বাস নিতে চায়। তাই মাঝে মাঝে একটু আধটু ছাড় দেই। তবে যতবারই ছাড় দিয়েছি, ততবাড়ি কোন বিষাক্ত স্মৃতি নিয়ে ফিরেছে। এই জন্যই মনে হয়, এরচেয়ে মনকে শাসনে রাখলেই ভাল। অক্সিজেন কম বেশি হোক, বিষাক্ত কিছু তো আর মনকে কষ্ট দিবে না...
No comments:
Post a Comment