আমার ছেলে শিখেছে, উ তে উকুন। ইহা এমন একটি প্রানী যে রক্ত খায়। সব রক্ত খেয়ে ফেললে কি হবে, ওরা আর কি খায়? ইত্যাদি নানা প্রশ্নও তার মনে জেগেছে। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে মনে হলো, ছোট বেলায় উকুন ছিল আমার জীবনের বিভীষিকা। একটা দুটো মাথায় আসলেই আম্মা সব চুল কেটে ফেলতেন। না থাকবে চুল, না থাকবে উকুন- এই ছিল আম্মার নীতি। কিন্তু আমাকে তো স্কুলে যেতে হতো। ন্যাড়া মাথায় স্কুলে যাওয়া যে কি কষ্টকর (বন্ধুদের উৎপীড়ন) সেটা একমাত্র ভুক্তভোগীরা জানেন। আম্মা এসব মানতেন না।
তাই আমাকেই এর উপায় বের করতে হলো। আমি দেখলাম, রোজ বেশি করে শ্যাম্পু করলে মাথায় কোন পোকা থাকেনা। এরপর বাজারে এলো ইংলিশ উকুন নাশক সাবান। একটা কিনে বাথরুমে রেখে দিলাম। মাথা একটু চুলকালেই এই সাবান চুলে দিতাম।
সংসার জীবনে মাথা এতো গরম থাকে যে এখানে উকুন কেন, ওর দাদাও একদিন টিকতে পারে না। তারপরও মাথা একটু চুলকালেই মনে হয়, উকুন না তো!
No comments:
Post a Comment