Sunday, October 6, 2013

রাগ কারো উপর আর ...(Angry with someone but...)


বুয়া দুপুর ২টার সময় এসে হাজির। তার আসার সময় বিকাল ৫টায়। কিন্তু যখনই মন চায় চলে আসে। হালকা করে দরজা ঢাক্কা দেয়, যদি না খুলি তো চলে যায়, পরের দিন বলে এসেছিলাম, আপনি দরজা খুলেন নাই। এবার রাগ সামলাতে না পেরে বললাম, আর কারো তো খেয়ে দেয়ে কাজ নেই। আপনার জন্য দরজার সামনে দাড়িয়ে থাকবে, যখন মন চায় আসবেন, দরজা খুলে দিব। মহিলা একগাল হেসে বলল, এখন কাম করমু না পরে আইমু। মনে মনে বললাম, একবার ফেরত পাঠিয়ে দিই, আর আপনার দেখা যদি না পাই? মুখে বললাম, আসেন, কাজ করে যান। 

ঘরে রান্না নেই। কয়েকটা নাগেট ভেজে রেখেছি মাত্র, এর মধ্যে বুয়ার উৎপাত। বুয়ার কাজ গুছাচ্ছি। এর মধ্যে ছেলে এসে হাজির। সবগুলো নাগেট একবারে মুখে ঢুকিয়ে মুখ ফুলিয়ে এসেছে, খেতে পারছেনা। মেজাজ একেবারে খারাপ হয়ে গেল। বললাম, খাবার এক ফোটা যদি ফেলেছো, সব খেতে হবে এবার, আসতে আসতে সব খাও।

মায়ের মেজাজ বুঝতে পারলো ছেলে, আসতে আসতে খেয়ে নিল। বেচারার চোখে পানি এসে গেল কষ্টে। আমার খুব খারাপ লেগেছে। কার উপর রাগ করে কাকে কষ্ট দিচ্ছি...

At 2 pm, my maid came (in Bangladesh). She is supposed to come at 5 pm. But she always comes to my home whenever she feels like it. She knocked on the door softly. If nobody opened the door, she left for the day. Next day when she comes, she says, I came yesterday, you didn't open the door. Because of this, I couldn't control my anger at the time. I told her I didn't have anything to do at home but wait for you at the door, that whenever you came, I had to open the door. The maid laughed at me. She said, Ok, I won't work now, I will come later. In my mind, I said there would be no warranty if I let go now, and you would come later. So, just asked her to come in and complete her tasks.

I couldn't complete the cooking at that time. I just fried some nuggets. By that time, the maid came. I was handling the maid's tasks. At that time, my son came. He put all the nuggets in his mouth and now can't eat. I became very angry with him. I told him, "You can't drop a single one. Just eat all, slowly."

My son understood that his mom became very angry. He kept trying and finally could eat all. I saw tears in his eyes. I started feeling very bad, I got angry with someone but showed it to my son...

No comments: