Trying to help my son |
আমার মনে হয়, বৃদ্ধাশ্রম আর এতিম খানা পাশাপাশি একই বাউন্ডারির মধ্যে করলে আরো ভালো হয়। আমি দেখেছি বয়স্কদের সাথে শিশুরা খুব ভালোভাবে মিশতে পারে, খেলতে পারে, বয়োজেষ্ঠরাও শিশুদের পেলে আনন্দে মেতে ওঠেন।
আমরা জা,নি এদেশে এতিম শিশুরা কিভাবে মানুষ হয়। যত সুবিধাই দেয়া হোক না কেন, মা এর জায়গা কেউ নিতে পারেনা। এই সব শিশুদের মনে শুন্যতা সব সময়ই থাকে। এসময় বয়স্ক নানা-নানু আর দাদা-দাদি যদি পেয়ে যায়। যাদের সাথে তারা মন ভরে খেলবে, নানা বিষয় নিয়ে কথা বলবে, শিখবে, অনন্ত: দিনে একবার বিকাল বেলা এমন হলে হয়তো খুবই ভালো হয়।
বয়স্ক মানুষও সাড়াদিন বুড়ো বুড়িরা গল্প আর কাজ নিয়ে সময় কাটিয়ে বিকালে শিশুদের যখন সময় দিবেন তখন সব কষ্ট দু:খ ভুলে শিশুর মতো আনন্দে সময় কাটাতে পারবেন।
আমি যদি বুড়ি বয়স পর্যন্ত বাঁচি তো এমন একটা জায়গায় যেতে খুব ভালোবাসবো। ছেলেকে বড় করে দিয়ে বলব, অনেক করছি এখন নিজের সংসার নিজে সামলাও, আমি পিকনিকে যাবো বাকী জীবনটার জন্য। সুন্দর মনের বুড়িদের বান্ধবী বানাবো, হ্যান্ডসাম বুড়োদের সাথে গল্প করবো আর বিকালে পিচ্চিদের সাথে খেলবো, ওদের দেখা শুনা করবো।
I think we should make old age home and orphanage in the
same boundary. I have seen, kids can easily communicate with aged people, can
play them. Old persons also became very happy to have time with the kids.
We all know how an orphan raises in our country. No matter
how much facilities we give, we can’t give a mother to a kid. Kids grow up with
a feeling that they are missing something in their heart. In this situation, if
we can give them time to spend with grandfather and grandmother, then can play
with them and enjoy, they can share their feelings and experience with them,
they can learn many things from these experienced people. May be they can have
this time once in a day, in the afternoon, all will like this.
Aged people can also spend their time with other older
people and can be busy with their work in day time, in the afternoon they can
play with the kids and can forget all of their pains.
If I live long time, in my old age I will like to spend time
in such place. I will say to my son, I have done lot things to grow up you and
now live your own life. Let me go to a long picnic and enjoy the rest of my
life. I will make friendship with good old ladies and will spend time talking
with handsome old boys J
and at the end will play with kids. I will try to take care of them.
No comments:
Post a Comment