এত বয়সে একটা
বিষয়ে আমি নিশ্চিত, কারো কাছ থেকে কোন কিছু আদায় করা আমার কর্ম নয়। আমি আর যাই করিনা
কেন, কারো কাছ থেকে কখনও কিছু আদায় করতে পারিনি। টাকা পয়সা, জমি জমা, জিনিস পত্র, কাগজ
পত্র, ভালবাসা... কিছুই না। যে দয়া করে যা দেয় তাতেই সন্তুষ্ট থাকি। এখন আর জোর করতেও
ইচ্ছা করে না। এমনকি যা আমার হক, সেটাও ছেড়ে দেই।
আগে চেষ্টা করতাম,
যদি পারি কিছু আদায় করতে (আমার পাওনা বলে কথা)। এরপর ভাবলাম যা পাই তাই লাভ, চেষ্টাতো
করি, অন্তত: একবার বলে তো দেখি। এখন তাও করিনা, শুধু শুধু কষ্ট বাড়িয়ে লাভ কি? পেলে
পেলাম, না পেলে নাই।
No comments:
Post a Comment