Thursday, October 10, 2013

মনের যে কোন ছোট সন্দেহকে ছোট করে দেখবেন না, মন হঠাৎ হঠাৎ বড় সত্য বলে (Never let small doubts go without judging, sometimes they brings the bigger truth)


যখন, জীবনে কোথাও, কোন কাজ, ভুল বলে মনে হয়, তখন আবার প্রথম থেকে ভাবতে বসি। ভুলটা কেন করলাম। কোন জায়গায় এসে সত্য নক্ করেছিলো আর আমি শুনিনি। একসময় ঠিকই বের করতে পারি। মনে হঠাৎ একটা খট্কা এসেছিল একবার। কিন্তু তখন গ্রাহ্য করিনি। অথচ সেই ছোট্ট খটকাই একসময় সবচেয়ে বড় সত্য হয়ে সামনে আসল। এমনই হয়। যখনই কোন বিষয়ে সামান্য সন্দেহ হয়, তখনই উচিত সেটাকে আরেকবার ভাল করে খোজ নেয়া। যতদূর সম্ভব। পরে সমস্যা বড় আকারে আসার আগেই। যেমন: বাথরুমের স্যান্ডেল পাল্টাতে হবে, কারন বেশ পিচ্ছিল। পরে পিঠের হাড্ডি ভাংগার আগেই সেটা করতে হবে।

Whenever I felt, I did something wrong, I start thinking from the beginning. Where the truth sparked and I didn't notice. After thinking a lot I could found that moment. Where I should think twice or make some investigation to know the truth on that way. So, whenever small doubts comes in your mind, please check it again, may be a big truth just want to say you the details. Like, when you found your bathroom sandals became slippery, please change it before you fall down and break your backbone.

1 comment:

Anonymous said...

lolz