Shafeen talking |
সাধারনত: মেয়েরা প্রচুর কথা বলতে পারে। শুনেছি পিচ্চি থাকতে আমিও সারাক্ষন কথা বলতাম। বলে বলে বড়দের মাথার পোকা নাড়িয়ে দিতাম (এই কাজটা এখন আমার ছেলে করে মাঝে মাঝে)।
তবে, আমার যতদুর মনে পড়ে, আমি কথা সব সময় কম বলি। দরকারের বাইরে আমি কথা বলিনা। আমার ভয় হয়, হয়তো কাউকে বিরক্ত করছি। এবার ঈদের সবার সাথে মিশতে যেয়ে প্রচুর কথা বলতে হলো। ফলাফল, মাথা ব্যাথা, অনভ্যাসের ফল। নাপা খেয়ে কিছুটা ঠিক হয়েছি। অপ্রয়োজনীয় কথা না বলা স্বত্তেও যখন দেখি কেউ আমার ফোন ধরছেনা, আমার কথা মনোযোগ দিয়ে শুনছেনা খুব খারাপ লাগে। আমি তো বিরক্ত করিনা। তাহলে এমন করে কেন?...
No comments:
Post a Comment