Saturday, October 12, 2013

যে কারনে আগোরা গিয়েছিলাম সেটাই ভুলে গিয়েছি (I forget for what I went to Agora)


স্মরণ শক্তি আমার খুব ভাল, এমন দাবী আমি কখনও করিনা। তারপরও যা ছিল তাতে আমার কাজ চলত ভালোই (আমার বোনরা যাই বলুক না কেন)। 
কিন্তু এবারের জ্বরটা আমাকে একেবারে কাবু করে ফেলেছে। গতকাল দুইটা বিশেষ কারনে আগোরা গিয়েছিলাম। বেশ কিছু দরকারি কেনাকাটা (আড়াই হাজার টাকার) করে চলে আসলাম। তারপর রাতে টের পেলাম, যে দুইটা জিনিস কিনতে গিয়েছিলাম সে দুটোই বাদ দিয়েছি কেনার লিস্ট থেকে। আমার ছেলের জন্য ফল আর ভাগ্নীর মুখে ভাত এর গিফট। কেমন লাগে...।
এর মানে আজ আবার বের হতে হবে। ভাবছি এবার "স্বপ্নে" যাব। দেখি এবার কি কি ভুল করি।

My memory is very sharp, I never believe that. But however it was, I think was good enough to run my life (no matter what my sisters say). But after this fever, my health condition really became poor. Can‘t remember important things. Yesterday I went to Agora for two main reasons. I shopped for taka 2500. After coming back home at night I remember I forget to buy those two important things (my son’s fruit and a gift for Sajia). Very funny, now again, I have to go out and it’s not a happy work for me. Now planning I will go to “Shapno” today. Let’s see what more mistake I do today.

No comments: