If I look back, the happiest moments I had, was my misunderstanding. I thought something happened, became very happy, then after a while, the truth came in front of me, I understood, it was something else. Maybe things were not true, but my happiness was real! Why would I ignore it?
Tuesday, June 30, 2020
Monday, June 29, 2020
A good schedule
During this Covid-19 pandemic, I am trying to make a good
schedule for my son. So that he can follow the bedtime and morning time to wake
up, won’t stay in front of a screen for a long-time, will do some study, some
household work, some time in the backyard/exercise and of course his playtime.
My son didn’t like it. He wants to stay awake late at night,
wants to sleep in the daytime, wants to stay in front of the screen for the rest of the day.
So, obviously, mother-son argument going on every day. He tries
to stay away from me as much as possible so that I can’t ask him to do
something. When I talk with him, he is trying to make it look like he didn’t
get it, but I know, he did understand very well. Finally, he is making requests
million times to give him extra facilities (For more playtime, no work).
I told him when I so “no”, why are you keep asking me? He
said, “Just taking a chance, maybe after 100 times asking you will say YES”.
Saturday, June 20, 2020
My favourite Nazrul Songs
https://youtu.be/UV1_qqi1-Rk
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে (Water goddess is playing in the water)
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
জল ছল উর্মি নূপুর, স্রোত নীড়ে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাকন কেউর, ঝিনুকের মেখলা কটিতে দোলে।
আনমনে খেলে চলে বালিকা, খুলে পড়ে মুকুতা মালিকা,
হরষিত পারাবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগন তলে।
The second one is:
https://youtu.be/Kvrduq6SweE
আমি যার নূপুরের ছন্দ
বেণুকার সুর
কে সেই সুন্দর, কে?
আমি যার বিলাস যমুনা
বিরহ বিধুর
কে সেই সুন্দর, কে?
যাহার গলে আমি বনমালা
আমি যার কথার কুসুমডালা
না দেখা সুদূর
কে সেই সুন্দর, কে?
যার শিখীপাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায়…
বেণুকার সুর
কে সেই সুন্দর, কে?
আমি যার বিলাস যমুনা
বিরহ বিধুর
কে সেই সুন্দর, কে?
যাহার গলে আমি বনমালা
আমি যার কথার কুসুমডালা
না দেখা সুদূর
কে সেই সুন্দর, কে?
যার শিখীপাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায়…
Third one:
https://youtu.be/r7fwi5114cU
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম
ঝুম
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম
ঝুম
খেজুর পাতার নুপুর
বাজায়ে কে যায়, যায়
খেজুর পাতার নুপুর
বাজায়ে কে যায়, যায়
ওড়না তাহার ঘূর্ণী
হাওয়ায় দোলে
ওড়না তাহার ঘূর্ণী
হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের
বালুকায়
কুসুম ছড়ায় পথের
বালুকায়
তার ভুরুর ধনুক বেঁকে
ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায়
পথে পাথর কুচির হার
তার ভুরুর ধনুক বেঁকে
ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায়
পথে পাথর কুচির হার
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি
ঈদের চাঁদও চায়
আরবী ঘোড়ার সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন
মরীচিকায় খুঁজি
আরবী ঘোড়ার সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন
মরীচিকায় খুঁজি
কত তরুণ মুছাফির পথ
হারালো হায়
কত তরুণ মুছাফির পথ
হারালো হায়
কত বনের হরিণ মোরে
ঝুম
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম
ঝুম
খেজুর পাতার নুপুর
বাজায়ে কে যায়, যায়
খেজুর পাতার নুপুর
বাজায়ে কে যায়, যায়
ওড়না তাহার ঘূর্ণী
হাওয়ায় দোলে
ওড়না তাহার ঘূর্ণী
হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের
বালুকায়
কুসুম ছড়ায় পথের
বালুকায়
তার ভুরুর ধনুক বেঁকে
ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায়
পথে পাথর কুচির হার
তার ভুরুর ধনুক বেঁকে
ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায়
পথে পাথর কুচির হার
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি
ঈদের চাঁদও চায়
আরবী ঘোড়ার সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন
মরীচিকায় খুঁজি
আরবী ঘোড়ার সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন
মরীচিকায় খুঁজি
কত তরুণ মুছাফির পথ
হারালো হায়
কত তরুণ মুছাফির পথ
হারালো হায়
কত বনের হরিণ মোরে
তারি রূপ তৃষায়
Subscribe to:
Posts (Atom)