Tuesday, April 7, 2015

পেট্রল দিলেই আমার গাড়ি চলবে (My car will run if I just put some petrol in it)


[English version has given below]

শাফিনের (আমার ৬ বছরের ছেলে) একটা বড় গাড়ির খুব সখ। যেখানে ও নিজে বসে চালাতে পারবে। পা দিয়ে ধাক্কা দিয়ে বা প্যাডেল ঘুরিয়ে চালাতে হবেনা। ওর খেলনা গাড়ি অনেক আছে, কিন্তু ও বসে চালাতে পারে এমনটা নেই। ওর সবচেয়ে বড় লাল গাড়িতে বসে পা দিয়ে ধাক্কা দিয়ে বা ঠেলে ঠেলে চালাতে হয়। 

শাফিন দেখেছে, বড় বড় খেলনার দোকানে এক ধরনের গাড়ি পাওয়া যায় যা ব্যাটারিতে চলে. এসবে বসে বাচ্চারা নিজেই ঘরের ভিতরে গাড়ি চালাতে পারে। আমাকে অনুরোধ করেছে কিনে দেয়ার জন্য। আমি যথাসম্ভব ওর সব কথাই রাখার চেষ্টা করি। কিন্তু এ বিষয়ে এখনও সাধ আর সাধ্যের মিল করতে পারিনি।

একদিন আমার কাছে এসে বলল, "আম্মু আমাকে কিছু পেট্রল কিনে দিও"
আমি বললাম, "পেট্রল দিয়ে তুমি কি করবে?"
শাফিন, "আমি আমার গাড়িতে (যেটা পা দিয়ে ঠেলে চালাতে হয়) ভরে চালাবো। পেট্রল দিলে আর পা দিয়ে ঠেলা দিতে হবে না."

Shafeen (My 6 year old son) wants a big car for years. Where he can sit and run it. And he won't need to push it by his leg. Now he has many toys of cars, but none of is like that where he can sit and drive. His biggest toy is one red car where he can sit and then he had to drive it by pushing his leg on the ground.

Shafeen has seen in big toy stores, they are many big cars where kids can sit and drive (Need battery). He requested me to buy one for him. Generally I try to keep his entire request... but here still I couldn't manage enough money for it.

One day He came to me and asked me to buy some petrol for him. I surprise and asked, "Why?" He replied, he will put some petrol inside his red car then the car will run itself (He won't need to push it)...

No comments: