Friday, July 31, 2015

সমস্যার সামনে দাড়ানো (Face your problem)


[English version has given below]

আমি দেখেছি, কষ্ট আর সমস্যা এদুটোকে আপনি যত দুরে ঠেলতে চাবেন তত কাছে আসবে। উপেক্ষা করলে একসময় আরো বড় আকারে ঘাড়ে চেপে বসবে।
তাই যতই মন খারাপ হোক, কষ্ট হোক, যত তাড়াতাড়ি এর সামনা সামনি দাড়ানো যায় ততই ভাল। তারপর যা হবার হবে। হয় আপনি জিতবেন না হয় হারবেন। তবে যন্ত্রণা আর থাকবে না। আমার মতে এটাই ভাল। দু:খ পোষার কোন মানে হয় না।

আপনি চুপ থাকলে যাদের অন্যকে যন্ত্রণা দেয়ার অভ্যাস তারা তো দিতেই থাকবে। যদি সরাসরি সামনে এসে দাড়ান, তাহলে সে ভালো হয়ে যাবে, এটা বলছিনা। তবে কিছু করার আগে একবার অন্তত: ভেবে দেখবে।


I have seen no matter how much you push your problem and pain away, it will come closer. If you ignore them, they will become stronger and will hurt you more.

So, no matter how hard it is, face your problem. Don't need to think, what will happen next. Either you will win or lose, but that pain will be gone. I think this is better. NO need to keep your pain on your heart.

If you keep silent, people who has habit to hurt other will continue. Stand in front of them, I am not saying they will change their attitude, but they will think twice, before they attack you...

[October 05, 2007]

No comments: