Friday, July 24, 2015

নতুন কিছু চালু করা (To start anything new)


[English version has given below]

এমন কোন একটা জায়গায় থাকা খুবই কষ্টকর, যখন আপনি জানেন এখানে কেউ আপনাক পছন্দ করছে না, অথবা আপনার উপস্থিতি মানতে চাচ্ছে না।
তারপর সেখানে যদি আপনি নতুন কিচু চালু করতে চান সেটা তো আরোও কঠিন।
কিন্তু করবেন, এটাই দুনিয়া, এখানেই আপনাকে খাপ খাইয়ে নিতে হবে।
আপনি আপনার যুক্তি সহকারে যে বিষয়টা চালু করতে চান সেটা প্রথমে সবাইকে বুঝিয়ে বলুন, প্রথমে সেটা কি? এবং তারপর কেন আপনি চালু করতে চান?
এরপর ধীরে ধীরে শুরু করুন। প্রথমে হয়তো কেউ মানতে চাবে না। আপনি নিজে নিয়মিত মানা শুরু করুন। যদি বিষয়টা ভাল হয় তো ধীরে ধীরে অন্যরাও মানতে শুরু করবে। আর যদি দেখেন যে সবাই জোট বেঁধে ঠিক করে রেখেছে আপনার চালু করা কোনো কিছুই তারা মানবে না, তাহলে ইচ্ছা হলে শুধু নিজেই মানতে থাকুন না হলে আপনিও বাদ দিয়ে দিন আপনার সেই নিয়ম।  সব সময় চাইলেও সবার ভাল করা যায় না।  বা তারা এই ভালোর উপযুক্ত না। 


It's really difficult to stay in a place where you know no body likes you, or no body want you to be there. Then if you try to start anything new over there then that will be a very tough condition. But what else you can do, it's the life, in every step you need to adjust with others.

To establish your point, first try to make them understand the total thing with logic, what is the thing and why you want to start it. Then slowly start it. If no body want's to accept it then it try it by yourself. If you continue, people will understand by watching you and they may start it too.

If any how they became united not to accept anything from you then you can continue if you like to or may forget about it. You know, no matter how hard you try, everybody won't accept the good thing, or they might not deserve that good thing.

[July 06, 2007]

No comments: