[English version has given below]
আগে এ্যালবাম বলতে বুঝতাম, এমন এক বই যেখানে ছবি তুলে রাখা হয়।
এখন অনলাইনে অনেক সাইটে ছবির এ্যালবাম রাখা যায়। আবার সেটা সবার সাথে শেয়ারও করা যায় সহজে।
কিছুদিন আগে আরেক ধরনের এ্যালবাম দেখলাম। গুলশান ১ চত্বরের দিকে যাচ্ছিলাম। দেখলাম রিক্সার পিছনে ছবি লাগানো। না না, নায়ক নায়িকার ছবি না। রিক্সাওয়ালা, তার বউ, বাচ্চা, বাবা-মা এর ছবি!
[২০ শে জুন, ২০০৭]
Previously we knew that album means a book, where we store our printed pictures.
Now a day we can found many web album on many sites. You can store your digital pictures over here and you can share them easily.
Few days back I have seen another kind of album. I was going towards Gulshan 1 circle. I saw some pictures are attached at the back side of a rickshaw. No those were not from any film's heroes. Those were (probably) rickshaw pullers wife, kid and parent's pictures.
[June 20, 2007]01
No comments:
Post a Comment