Monday, July 6, 2015

গরমের দেশে শীত (Feeling cold in a tropical country)


[English version has given below]

মালয়েশিয়া গরমের দেশ, এখানে শীতকাল নেই। তাই গরম জামার বালাই ও নেই। এমনই ধারনা ছিল আমার।

কুয়ালামপুর থেকে বাসে লংকাউই দ্বীপের কাছে যাব। ২ দিনের মতোন কাপড় গুছিয়ে নিলাম। বলা বাহুল্য, সবই গরমের দিনে পরার কাপড়।

বাসের সিট খুবই আরাম দায়ক, শুধু পিছনে হেলানো যায় তা না, পা লম্বা করে দেয়ার জন্য সিটের সাথে এক্সট্রা অংশ আছে। একরকম লম্বা হয়ে শুয়ে পড়লাম। এসি চলছে; আহা, কি আরাম। একটু পরেই বুঝলাম, আরামটা বেশি হয়ে যাচ্ছে। এসির ঠান্ডা এতো বেশি যে ১৫ মিনিটেই জমে গেলাম। কি করি? "জানতে চাই" অবস্থা বুঝে ওর একটা টি শার্ট দিল। ঐটাই চাদরের মতোন জরিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন এই যাত্রা শেষ হবে। "গোপাল ভার" বাস ড্রাইভারকে বলল এসি কমাতে। ড্রাইভার জানালো, এটা অটোমেটিক, কমানো যাবে না। আমি বাসের অন্য যাত্রীদের লক্ষ্য করলাম। ওরা দেখি সব গরম কাপড়, কম্বল নিয়ে ঘুমাচ্ছে। ওরা তো আগে থেকেই জানে। সাড়া রাত গেল এইভাবে। বাস যখন জেটিতে পৌছল, ভাবলাম দু:খের দিন, না না রাত শেষ হলো।

নাহ, তখনও আরেকটু বাকি ছিল। ফেরিতে উঠলাম। সুন্দর বসার সিট ভিতরে, বসলাম। হায় এ কোথায় আসলাম। এটাতে কি পেংগুইন বহন করা হয়? এখানে তো বাসের দ্বীগুন ঠান্ডা। কয়েক ঘন্টা কেমন কাটলো আমিই জানি। মেজাজ গরম করে দ্বীপে নামলাম। এই দ্বীপ জাদু জানে, ৫ মিনিটের মধ্যে আমার মন ভাল করে দিল।


Malaysia has no winter season. Whole year they enjoy summer. So, you don't need any warm cloth over there. That's what I thought...

From Kualalampur we had to go towards Langkawi Island. I packed cloths for two days. Well all are to enjoy summer only.

We get on a bus. Sits were very good and I enjoyed enough. I could bend the sit behind and it has some extra part at the front of the sit to keep legs. So, I almost lay down on the bus sit and started enjoying the journey by bus. The AC was giving us cold air in this hot season. I really started enjoying the bus environment. But soon I understood, the enjoyment seems breaking its border. The AC of the bus made the environment so cool that within 15 minutes I became fridge. I don't have warm cloth, now what to do. In this situation "Jante chai" gave me a t-shirt and I put it on me as blanket. "Gopal bhar" asked the bus driver to slow down the cooling machine. The driver replied, its automatic system, so he can't do anything about it.

I looked around to check the situation of other passengers, I found they are sleeping with warm cloths and blanket. They knew the bus condition so came here with full preparation. Whole night we had to pass time like this. In the morning we reached at the Ferry jetty. I thought our nightmare is over. Well we had still more to see.

We get on the ferry and go inside. It was nicely decorated with chairs. Good sitting arrangement. I guessed they made these ferry to travel with penguins, because inside the temperature was cooler than the bus. Allah knows how I have passed those hours. When I reached at the Island I was very much irritated with this journey. But the Island knows the magic, within 5 minutes it changed my mind with full pleasure.

[May 10, 2007]

No comments: