[English version has given below]
মালয়েশিয়ায় কোথাও গেলে, প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়, যে ঠিক কোথায় এসেছি। কারন সব জায়গায়তেই এরা শপিংসেন্টার বানিয়ে রেখেছে।
বাসের টিকেট কাটতে বাস স্ট্যান্ডে গেলাম। ঢুকেই দেখলাম সারি সারি দোকান। নানা পন্যের। এরই মাঝে ঘুরে ঘুরে "গোপাল ভার" একটা দোকানের মতোন বক্সে নিয়ে গেলেন, সেটাই নাকি টিকেট কাউন্টার।
"কেবল কার" এ চড়তে গেলাম। সুন্দর পার্কের মতোন জায়গা। সেখানে কটেজের মত দোকানে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এই পার্ক মার্কেট পেরিয়ে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর কেবল কারে চড়ার ব্যবস্থা।
সাগরের মাঝে একটা দ্বীপ, তারমধ্যে কিভাবে যেন মিস্টি পানির হ্রদ তৈরি হয়েছে। হ্রদের পাশে একটা দোকান। পানিতে নামার নানা জিনিস পাওয়া যায়। টিকেটের (নৌকা ভাড়া নেয়ার) খোজ করাতে জানা গেল, সেটা আসলে টিকেট কাউন্টার।
In Malaysia, it is little difficult to understand where are you visiting. Because where ever you go, that looks like a shopping center.
We went to the bus stand to cut tickets to go to Langkawi Island. After reaching that place, I saw lots of shops with various kinds of things. We were walking through those shops and "Gopal Bhar" took us to a box type shop and said this is the ticket counter.
We went to ride on the Cable Car. This place is really beautiful. It is decorated like flower park and among them there are many shops looks like beautiful cottages with many beautiful things. We had to walk for some minutes to reach at the place from where we can start ridding on the Cable Car.
We went to an Island where we saw a sweet water lake in between the Island. Though the Island was surround with salt sea water. Beside the lake there was a shop with the things to enjoy water. We asked them, from where can we get a ticket to ride a boat? They replied this is the ticket counter.
[May 13, 2007]
No comments:
Post a Comment