[English version has given below]
মানুষের জীবনে বেশ কিছু ধাপ বা মোড় আছে, যেখান থেকে জীবনটা অন্য দিকে প্রবাহিত হতে থাকে। শুধু থেকে যায় স্মৃতি। সেখানে কেউ ভাল, কেউ মন্দ। এই সময় আমি ঠিক বুঝতে পারিনা, আসলে কে কি রকম, আমার ধারণা কি ঠিক, না ভুল। আজ মনে হচ্ছে, জীবনের এই প্রান্তে এসে দেখছি, কিছু কিছু ঘটনা ঘটেছে, শুধুমাত্র আমাকে জানানোর জন্য কে কি রকম। একে বারে সাদা আর কালোর মতো করে পরিস্কার তাদের বুঝতে পারছি... এতেও খানিকটা ভাল লাগছে। এটুকু জানার প্রয়োজন ছিল।
There are some huge steps in life, from where you just change or go into another segment of life. Only remains the memory of people where some are good and some not. Actually I don't understood clearly how they are. Was I right about them or not. Now I am standing in a place, from where I can see many incidents which I felt are only happen to make me understand about those people. Now everything seems crystal clear. I really feel good to know about these persons.
No comments:
Post a Comment